বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। প্রথমবারের মতো পুরো একটি সিরিজে দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত লিটন।
আজ শনিবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি রোমাঞ্চিত। বিসিবিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে; সেটাও আবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে।”
এদিকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আর সবার মতো তারও ছিল জানিয়ে লিটন বলেন, “যে কোনো ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। জাতীয় দলে খেলার পর আরও বড় স্বপ্ন থাকে জাতীয় দলের অধিনায়ক হওয়ার।
আপাতত একটা সিরিজের জন্য হলেও সেই সুযোগটা আমার এসেছে। অধিনায়ক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে সেরাটা দিতে।” প্রতিপক্ষ ভারত। সিরিজটা খুব কঠিন হবে। তার ওপর নেই দলের সেরা দুই তারকা তামিম ইকবাল আর তাসকিন আহমেদ।
লিটন তবু নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “ভারত সন্দেহাতীতভাবে খুব ভালো দল, বড় শক্তি। এর মধ্যে আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন। তারপরও আমাদের যে দল আছে, সবাই সামর্থ্যবান।”
এদিকে সতীর্থরা নতুন নেতাকে কিভাবে নিয়েছেন? এমন প্রশ্নে লিটন বলেন, “নেতৃত্ব নিয়ে টিমমেটদের সঙ্গে আমার এখনও সেভাবে কথা হয়নি। আজ হয়তো এসব নিয়ে আলাপ-আলোচনা হবে। এটুকুই বলতে পারি আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকব।”