টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে প্রথম সাক্ষাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারায় পাকিস্তান। সেই হারের ধকল আর কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে
সেমিফাইনালের আগেই বিদায় নেয় ভারত। পাকিস্তানের বিপক্ষে সেই হারের প্রতিশোধ এবার নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবারের বিশ্বকাপের শুরুতেই পাকিস্তানকে হারায় কোহলিরা। এরপর জিম্বাবুয়ের সঙ্গে হেরে সেমিফাইনালের
আগেই বিদায়ের শঙ্কায় ছিল পাকিস্তান। কিন্তু নিজেদের পরের তিন ম্যাচে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয় এবং ডাচদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় কোনো সমীকরণের মারপ্যাঁচে না পরেই সোজা সেমিফাইনালে
উঠে যায় পাকিস্তান। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। অনেক চড়াই-উৎরাইয়ের পর ফাইনাল নিশ্চিত করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, গত তিন ম্যাচে দল যেভাবে
পারফর্ম করেছে তাতে আমি খুশি। আমার মনে হয় দর্শকরাও খুশি। দুই ম্যাচ হারের পর টানা চার জয়ে আমার কাছে মনে হচ্ছে ঘরের মাঠেই খেলছি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ নিয়ে বাবর আজম বলেন, বোলিংয়ে প্রথম ছয় ওভারে
আমাদের শুরুটা ভালো ছিল এবং পরে আমরা ভালো স্পিন আক্রমণ করেছি। ফাস্ট বোলাররাও খুব ভালো শেষ করেছেন। তরুণ হিসেবে হারিস খুব ভালো আগ্রাসন দেখাচ্ছে। আমাদের এখন একটাই লক্ষ্য শিরোপা জয়। আমরা ফাইনালের দিকে মনোনিবেশ করব।