February 2, 2023, 3:49 pm

অবশেষে বেরিয়ে এলো থলের বিড়ালঃ রোনালদোকে শুরুর একাদশে না রাখার কারণ জানালেন কোচ

প্রতিনিধির নাম 44 বার
আপডেট : বুধবার, ডিসেম্বর ৭, ২০২২

মঙ্গলবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তখন স্পেন বনাম মরক্কো ম্যাচ শেষ হয়নি। তার মধ্যেই দিকে দিকে রটে যায় খবর। সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকেই

রাখেননি কোচ ফের্নান্দো সান্তোস! সম্ভাবনা আগেই ছিল। তাই বিরাট যে সবাই অবাক হয়েছেন তেমনটা নয়। তবে অনেকেই মনে করেছিলেন, রোনালদোর মতো খেলোয়াড় দলে থাকায় তাঁকে অন্তত বসানোর সাহস দেখাবেন না সান্তোস। হলো ঠিক উল্টোটা।

সান্তোস প্রমাণ করলেন, দলে তিনিই শেষ কথা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না রাখার কারণ জানিয়েছেন দেশটির ফুটবল দলের কোচ ফের্নান্দো সান্তোস। তিনি বলেছেন, শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না রাখার

সিদ্ধান্তটি ছিল কৌশলগত। এর বেশি কিছু নয়। কাতার বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগাল কোচ রোনালদোকে প্রথম একাদশে খেলিয়েছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে তুলে নিয়েছিলেন ফার্নান্দো সান্তোস।

ঝামেলার শুরু তখন থেকেই। পুরো সময় না খেলানোয় রোনালদো রেগেমেগে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে কোচের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমাকে তুলে নিতে তার তর সইছে না’। তাকে না নেওয়ার পেছনে এই বিষয়টি কোনো প্রভাব

ফেলেনি বলেও জানান তিনি। ফের্নান্দো সান্তোস বলেন, এটি আগেই মিটমাট হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পেশাদার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে বিশ্বের সেরা

খেলোয়াড়দের একজন …। রোনালদো ও আমি কখনই কোচ এবং খেলোয়াড়ের সম্পর্কের সঙ্গে মানবিক এবং ব্যক্তিগত দিকটিকে গুলিয়ে ফেলি না। দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় রোনালদো। সূত্র: এএফপি


এ জাতীয় আরো সংবাদ

Warning: Undefined variable $themeswala in /home/khandakarit/pratidinerpost.com/wp-content/themes/newsdemoten/single.php on line 229

Warning: Trying to access array offset on value of type null in /home/khandakarit/pratidinerpost.com/wp-content/themes/newsdemoten/single.php on line 229