আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল যেখানে প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। তবে এক প্রকার কপালের জোরেই এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
যদিও এই টুর্নামেন্টে তাদের বোলিং ছিল অন্যদের থেকে সেরা। বোলিং বরাবর পাকিস্তানের বড় শক্তি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি।পরিসংখ্যানে দেখা যায়, এবারের আসরে এখন পর্যন্ত সব চেয়ে কৃপণ বোলিং করেছেন পাকিস্তানের
বোলাররাই। সেমিফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে ওভার প্রতি মাত্র ৬.৩৪ রান খরচ করেছেন তারা। তাদের ঠিক পেছনেই রয়েছে নামিবিয়া। প্রথম রাউন্ডে অংশ নেয়া নামিবিয়া এবারের বিশ্বকাপে ওভার প্রতি ৬.৪২ রান খরচ
করেছে। এ তালিকায় ১৬ দলের মধ্যে ১৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ওভার প্রতি ৭.৯০ রান খরচ করেছে টিম টাইগার্স। তালিকার একেবারে শেষে ১৬ নম্বরে রয়েছে আইরিশরা। তারা ওভার প্রতি সব চেয়ে বেশি ৮.৩০ রান উপহার দিয়েছে প্রতিপক্ষকে।
চলুন জেনে নেয়া যাক, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভার প্রতি কারা কত রান খরচ করেছে-
১. পাকিস্তান: ৬.৩৪
২. নামিবিয়া: ৬.৪২
৩. সংযুক্ত আরব আমিরাত: ৬.৫৮
৪. নেদারল্যান্ডস: ৬.৮৪
৫. নিউজিল্যান্ড: ৬.৯৮
৬. ইংল্যান্ড: ৭.০৬
৭. ভারত: ৭.০৯
৮. শ্রীলঙ্কা: ৭.১৮
৯. জিম্বাবুয়ে: ৭.২২
১০. দক্ষিণ আফ্রিকা: ৭.৩৫
১১. আফগানিস্তান: ৭.৫১
১২. স্কটল্যান্ড: ৭.৫৫
১৩. ওয়েস্ট ইন্ডিজ: ৭.৫৭
১৪. বাংলাদেশ: ৭.৯০
১৫. অস্ট্রেলিয়া: ৮.২৩
১৬. আয়ারল্যান্ড: ৮.৩০