বিশ্বের সবচেয়ে জমজমাট এবং আর্থিকভাবে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। যদিও এই লিগ চালুর পর থেকে আজ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এবারও তারা ১০ উইকেটের লজ্জাজনক পরাজয়ে সেমিফাইনাল
থেকে বিদায় নিয়েছে। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ ফাইনালের আগের দিন আজ শনিবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে আইপিএল বিষয়ক প্রশ্ন করতেই তিনি রেগে যান।
মেলবোর্নে রবিবার দুপুর ২টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ফাইনাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাবর আজমকে প্রশ্ন করে বসেন- ‘আপনার কি মনে হয় আইপিএল খেললে আপনাদের আরে একটু সুবিধা হতো?
ভবিষ্যতে কি আপনাদের আইপিএল খেলার কোনো সম্ভাবনা আছে?’ প্রশ্নটি শুনে বিরক্ত হন বাবর আজম। তার মুখভঙ্গিতে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে। কোনো জবাব না দিয়ে এদিক-ওদিক তাকাতে থাকেন।
সেই সময় পরিস্থিতি সামাল দেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার। অধিনায়কের মানসিক অবস্থা বুঝতে পেরে তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে শুধু বিশ্বকাপের ফাইনাল খেলার কথা ভাবছি। তাই সেই ম্যাচের বাইরে কোনো প্রশ্ন করবেন না। ‘
এরপর ওই সাংবাদিক আর আইপিএল নিয়ে প্রশ্ন করেননি। উল্লেখ্য, একের পর এক বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পেছনে আইপিএলকেই দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইপিএলে বেশি মনোযোগ দেওয়ায় বৈশ্বিক আসরে কোনো সাফল্য পাচ্ছে না ভারত।