আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। আর ভারতের নেতৃত্বে যথারীতি রোহিত শর্মা।
মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান। লোকেশ রাহুল ২৩ ও ওয়াশিংটন সুন্দর ৯ রানে ব্যাট করছেন।
দলীয় রান ৫০ হওয়ার আগেই সাজঘরে ফিরেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ২৭ ও কোহলি ৯ রান করে সাকিব আল হাসানের শিকার হয়েছেন। শিখর ধাওয়ানের উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
৪৯ রানে তিন উইকেট হারানোর পর ৪৩ রানের জুটি গড়েন আইয়ার ও রাহুল। আইয়ারকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ৩৯ বলে ২৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।