বিশ্বকাপ থেকে মাত্রই দেশে ফিরে এসেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সামনে রয়েছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজ। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের একদিনের আসর। কিন্তু ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে আবুধাবিতে টি-টেন লিগ খেলতে
চলে যাচ্ছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, টি-টেন লিগের মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য প্রস্তুতি গ্রহণটা ভালো হবে সাকিব-মোস্তাফিজদের জন্য। বিসিবির ক্রিকেট
অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব, নুরুল হাসান সোহান এবং মোস্তাফিজ আবুধাবিতে একটি প্রতিযোগিতা খেলতে যাচ্ছে। তাই ওরা বাংলাদেশ ক্রিকেট লিগের এক দিনের লিগে খেলবে না।’ জাতীয় দলের এই তিন
ক্রিকেটারের সঙ্গে টি-টেন লিগে খেলতে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও। আবুধাবিতে প্রতিযোগিতাটি চলবে ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট লিগের এক দিনের আসর অনুষ্ঠিত
হবে ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলিসহ পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ সফরে দু’টি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের।
এই সিরিজের প্রস্তুতির জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিনের ঘরোয়া প্রতিযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারতের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণার আগে এই প্রতিযোগিতায় প্রথমসারির সব ক্রিকেটারকে দেখে নিতে চান কোচ। যদিও জালাল ইউনুস বলছেন,
‘সাকিবরা ৩০ নভেম্বর দেশে ফিরবে। তারপর ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য প্রস্ততি নেবে। আমাদের মনে হয়েছে বিদেশের লিগে খেললে সীমিত ওভারের ক্রিকেটের জন্য ওরা বেশি ভাল প্রস্ততি নিতে পারবে। সে জন্যই ওদের আবুধাবির প্রতিযোগিতায়
খেলার অনুমতি দেওয়া হয়েছে।’ একদিনের লিগের ফাইনালসহ চারটি ম্যাচ হবে ২০, ২২, ২৪ এবং ২৭ নভেম্বর। প্রথমে ঠিক করা হয়েছিল প্রতিযোগিতা শুরু হবে ২৬ নভেম্বর। কিন্তু ভারতীয় ‘এ’ দল ২৫ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে দু’টি চার দিনের ম্যাচ খেলতে।
তাই একদিনের প্রতিযোগিতা কয়েক দিন এগিয়ে আনা হয়েছে। ওয়ানডে টুর্নামেন্টের পর হবে প্রথম শ্রেণির ক্রিকেট। বিসিবি কর্মকর্তারা চান প্রথম সারির ক্রিকেটাররা ওই প্রতিযোগিতাতেও খেলুন; কিন্তু সেটা কতটা সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ, সে সময় একই সঙ্গে চলবে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিও।