February 5, 2023, 9:37 am

আজ ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামবে ব্রাজিল!

প্রতিনিধির নাম 34 বার
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২

আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত নেইমার, দানিলো। সেই তালিকায় যোগ দিয়েছেন অ্যালেক্স সান্দ্রো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এই তিনজন খেলতে পারবেন না- এটা নিশ্চিত।

তবে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আজ মাঠে নামার আগে ব্রাজিল দল নিয়ে আরও দুশ্চিন্তা বাড়ছে সমর্থকদের। কারণ, পুরো ব্রাজিল দলটাই যেন এখন মিনি হাসপাতাল। যার ফলে ক্যামেরুনের বিপক্ষে পুরোপুরি দ্বিতীয় সারির দল মাঠে নামানোর সম্ভাবনাই

বেশি কোচ তিতের। পুরো ১১জন না হলেও অন্তত ১০টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে। মূলত ব্রাজিল ফুটবলারদের মধ্যে ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে। কেউ বলছে কোভিড-১৯। আবার কেউ বলছেন, নতুন কোনো ফ্লু।

কিন্তু কোথা থেকে এই ফ্লুয়ের আগমণ, সেটা নিয়েই চিন্তিত সবাই। যদি, এসব দুশ্চিন্তার মধ্যেই আশার আলো- গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন নেইমার। ফিট হওয়ার পথে দানিলোও। বৃহস্পতিবার অনুশীলনও করেছেন ব্রাজিল দলের সাইড ব্যাক দানিলো।

বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। বুধবার তার চোটের জায়গায় সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট যথেষ্ট আশাব্যঞ্জক। বৃহস্পতিবার ফিজিওথেরাপিস্ট ও ট্রেনারদের তত্ত্বাবধানে হালকা অনুশীলনও করেন তিনি। সবকিছু

ঠিক থাকলে বিশ্বকাপের প্রি-কোয়া র্টার ফাইনাল তথা দ্বিতীয় রাউন্ড থেকেই দানিলোর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। শেষ ষোলোয় মাঠে নেমে পড়তে দেখা যেতে পারে নেইমারকেও। আর সেই প্রত্যাবর্তনে আশায় বুক বাঁধছেন স্বয়ং

ব্রাজিল সুপারস্টার নিজে। এই নিয়ে টানা ছয়দিন দলের অনুশীলনে নেই নেইমার। পুল সেশনে আলাদা ট্রেনিং করেছেন তিনি। তবে সেখানে অনেক চনমনে দেখা গেছে সেলেসাওদের মধ্যমনিকে।


এ জাতীয় আরো সংবাদ

Warning: Undefined variable $themeswala in /home/khandakarit/pratidinerpost.com/wp-content/themes/newsdemoten/single.php on line 229

Warning: Trying to access array offset on value of type null in /home/khandakarit/pratidinerpost.com/wp-content/themes/newsdemoten/single.php on line 229