এবার ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ইংল্যান্ড একই সময়ে একই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির মালিক হলো। আজ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেন স্টোকসের গোছানো হাফ সেঞ্চুরিতে
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এই বিরল কীর্তি গড়ে তারা। এদিকে ৩০ বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইমরান খানের দলের কাছে হেরেছিল ইংল্যান্ড। এবার সেই আক্ষেপ ঘুচালো জস বাটলারের দল।
৯২-এ অনুপ্রাণিত বাবর আজমরা পারলো না সেইদিনটি ফেরাতে। গত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের নায়ক স্টোকসের হাত ধরে এক যুগ পর টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বও দখল করলো ইংল্যান্ড। তাতে করে বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা এখন ইংল্যান্ড।
এছাড়া ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগ বসালো তারা। ২০১০ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। আর ২০১২ ও ২০১৬ সালে বিশ্বসেরা হয়েছিল উইন্ডিজ।