কাতার বিশ্বকাপে’র এবারের আসরে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। গতরাতে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে তারা পৌছে গেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে।
তারমধ্যে তিনটি ম্যাচে তারা জিতেছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তারা হেরেছিল। যদিও সেই ম্যাচে একাদশে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে উঠে নেইমারে’র বিশ্বাস, এটাই বিশ্বকাপ জেতার সময়। এখন ব্রাজিল’কে
আরও এগিয়ে যেতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপা উৎসব করতে হবে। ম্যাচে’র পর নেইমার বলেন, “এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। আমরা ফাইনালের স্বপ্ন দেখছি, আমাদের এখন ধাপে ধা’পে এগিয়ে যেতে হবে। আর তিনটি ম্যাচ বাকি আছে।আমাদের লক্ষ্য শিরোপা এবং আমরা প্রস্তুত শি’রোপা জেতার জন্য।”