টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সুপার টুয়েলভের দেশগুলো। বিশ্বকাপের এই মহাযজ্ঞের মাস দেড়েক পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। তবে এরই মধ্যে দল গুছাতে শুরু করেছে
ফ্র্যাঞ্চাইজিগুলো। একের পর এক বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে তারা। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে পাকিস্তানের মোহাম্মদ হারিস। বিপিএলের আসন্ন আসরে
সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। সোমবার (৩১ অক্টোবর) নিজেদের টুইটার হ্যান্ডলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘পাকিস্তানের মোহাম্মদ হারিস এখন স্ট্রাইকার!
সিলেট স্ট্রাইকারের হয়ে৷মাঠ মাতাবেন এই তরুণ।’ উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ হারিস। ফখর জামানের ইনজুরিতে দলে সুযোগ তিনি। প্রতি ম্যাচেই দারুণ স্ট্রাইক রেটে খেলেছে ইম্প্যাক্টফুল ইনিংস।