২০২২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর)। প্রথম দিন রাতে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে প্রতিপক্ষ এবং সেই দলের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে রণকৌশল সাজিয়ে ফেলেছে
সকারুরা। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তা জানিয়েও দিয়েছেন তাদের কোচ গ্রাহাম আর্নল্ড।আর্নল্ড বলেন, আর্জেন্টিনার ফুটবলারদের চোখে চোখ রেখে খেলতে আমার খেলোয়াড়দের স্পষ্ট করে বলে দিয়েছি আমি। তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি,
তারা যেন বল নিয়ন্ত্রণে মেসিদের কোনো সময় না দেয়।আর্জেন্টিনা দলে কয়েকজন তারকা ফুটবলার রয়েছে। তাদের কীভাবে থামাবেন? এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেনমার্কের খেলোয়াড়দের যেভাবে থামিয়েছি, মেসিদেরও সেভাবে
থামাতে বলেছি শিষ্যদের। আর্নল্ড বলেন, ম্যাচে অধিকাংশ সময় নিজেদের কাছে বল রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। তাই তাদের খেলোয়াড়দের বল পাওয়া থেকে বিরত রাখতে হবে। কোনোভাবে ওদের নিয়ন্ত্রণে তা রাখতে দেয়া যাবে না। এ ট্যাকটিকস বাস্তবায়নই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আর্জেন্টিনার কোনো একক খেলোয়াড়ের ওপর বিশেষভাবে নজর রাখা যাবে না। কারণ, মেসিকে আলাদা করে বোতলবন্দি করে রাখতে গেলে তার অন্য সতীর্থরা আমাদের ডিফেন্সে ঢুকে পড়বে।
এতে তাদের জন্য গোল আদায় করা সহজ হবে।এর উদাহরণ দিয়ে সকারু কোচ বলেন, গত ম্যাচে মেসিকে চোখে চোখে রেখেছে পোল্যান্ড। ফলে ম্যাজিসিয়ানের অন্য সতীর্থরা গোল করেছেন। তাই সবাইকে মার্কিংয়ে রাখতে হবে।