চলমান কাতার বিশ্বকাপের দ্বিতীয় দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বের টিকিট কাটে সেলেসাওরা। তাই ক্যামেরুনের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার ম্যাচে তিতে বাহিনীর জন্য।
নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচের জয়-পরাজয়ের উপর নির্ভর করছে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়া। আর ম্যাচটিতে বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে আগেই জানিয়েছে তিতে। এই ম্যাচে ব্রাজিলের মুরু একাদশে দেখা যাবে ৩৯ বছর বয়সী
দানি আলভেসকে। প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচটি। বিভিন্ন সূত্রে জানা যায়, থিয়াগো সিলভার পরিবর্তে
ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারেন আলভেস। যদি তাই হয় তবে, দুটি রেকর্ড গড়বেন বার্সেলোনার সাবেক এই কিংবদন্তী। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার রেকর্ডটি হয়ে যাবে তার। চলতি আসরেই দালমা সান্তোসের
থেকে রেকর্ডটি নিজের করে নেন ব্রাজিলের আরেক ডিফেন্ডার, ৩৮ বছর বয়সী সিলভা। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে আলভেস বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি খুব গর্বিত। আমি অনেক বছর ধরে দলের সঙ্গে আছি। তাই বিশ্বকাপে খেলেই চক্রটি গুটিয়ে
নেয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’দলে নিজের অবস্থান নিয়ে আলভেস আরও বলেন, ‘আমি ১৬ বছর ধরে দলের সঙ্গে আছি। এই সময়ে দলের জন্য আমার সেরাটা দিয়েছি। আমার বয়সের কারণে বা আমি আমার সেরা সময়ে নেই বলে মানুষের প্রশ্ন তোলা স্বাভাবিক।
জানি, দলের জন্য আমি কী করতে পারি। এটাও জানি, আমার চেয়ে বর্তমানে ভালো ও ছন্দে থাকা অন্য খেলোয়াড়রা দলে আছে। তবে আমি জানি যে আমি দলের চাওয়ার পূরণ করতে পারি।’‘আমরা অনেক ভালোবাসা,
অনেক গর্ব, আবেগের সঙ্গে (দেশের) মানুষের প্রতিনিধিত্ব করি। দানি তার উদাহরণ। সে ফুটবলের চেয়ে অনেক বেশি, মাঠের একজন খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি কিছু।’ যুক্ত করেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ী এই তারকা।