আগের ম্যাচে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গতবারের ফাইনালিষ্ট ক্রোয়েশিয়া। নিশ্চিত ভাবেই তারা হয়তো প্রার্থনা করেছিল পরের ম্যাচে যেন ক্যামেরুনে’র মতই অঘটন ঘটিয়ে দক্ষিণ কোরিয়া জিতে। কিন্তু এমন প্রার্থনা
কি আর সবসময় কাজে লাগে? দক্ষিণ কোরিয়া পারেনি ক্যামেরুন হতে। পারেনি তারা ব্রাজিলকে হারাতে। উল্টো ম্যাচে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিলিয়ান’রা। এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া।
এই দুটি দলের মধ্যে জিতবে কারা? ব্রাজিল এবং ক্রোয়েশিয়া এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। যেখানে তিনটি ম্যাচে জিতেছে ব্রাজিল, একটি ম্যাচে হয়েছে ড্র। তারমধ্যে সর্বশেষ ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ব্রাজিল। ব্রাজিল ও ক্রোয়েশিয়া’র
মধ্যকার যে ম্যাচটি ড্র হয়েছিল সেটা ছিল ২০০৫ সালে। এরপর ব্রাজিল ও ক্রোয়েশিয়া আরও তিনটি ম্যাচ খেলেছে যেখানে সবগুলো ব্রাজিল জিতেছে। এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপে’র
দুটি ম্যাচ এবং একটি প্রীতি ম্যাচ। সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। ২০১৪ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছিলস আর ২০০৬ বিশ্বকা’পে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে।