নিজস্ব প্রতিবেদক|| খাসির মাংস’ খেতে ৭০ হাজার টাকা স্কুলে ৩ পদে নিয়োগ দিয়ে!।
লক্ষ্মীপুরে খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যা নিকেতনের হিসাব সহকারীসহ ৩ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে খাসির মাংস খাওয়ার জন্য ৭০ হাজার টাকা নেন বিদ্যালয় প্রধান শিক্ষক আয়েশা বেগম পরিচালনা কমিটির সহ-সভাপতি ওবায়েদ হোসেন চৌধুরী বাবলু। এছাড়া মোটা অঙ্কের টাকা নিয়ে পকেট ভারী করেছেন।
(১৩ জুন) দুপুরে খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। এ নিয়োগ বাতিল ও অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন- মহি উদ্দিন, আবদুল মোতালেব মানিক, হোসেন আহম্মদ ভূঁইয়া, শরীফ উল্যাহ ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন কাকন, আবদুল ওদুদ ভূঁইয়া, সিরাজুল ইসলাম ও হাবিবুর নবী চৌধুরী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের হিসাব সহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী নিয়োগে অনিয়ম রয়েছে। অর্থের বিনিময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ওবায়েদ হোসেন চৌধুরী বাবলু ও প্রধান শিক্ষক আয়েশা বেগম পদগুলোতে জনবল নিয়োগ দেন।
২০১২ সালেও বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় জড়িত থাকায় এলাকাবাসী আন্দোলনে ওবায়েদকে বহিষ্কার করা হয়। এরপর কৌশলে তিনি পরিচালনা কমিটির সহ-সভাপতি পদে ফের দায়িত্ব নেন। এখন সাজানো পরীক্ষার আয়োজন করে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে পকেট ভারি করেছেন সহ-সভাপতি ও প্রধান শিক্ষক।’
বক্তারা আরও বলেন, ‘নিয়োগ প্রাপ্তরা খাসি খাওয়ার জন্য তাদের ৭০ হাজার টাকা দিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়নি। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নিয়োগ বাতিলসহ জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম বলেন, ‘যারা চাকরি পাননি, তারাই এখন বিভিন্ন অভিযোগ তুলছেন।’
অভিযোগ অস্বীকার করে ওবায়েদ হোসেন চৌধুরী বাবলু বলেন, ‘অভিযোগটি সত্য নয়। নিয়োগপ্রাপ্তদের আমি ঠিকমতো চিনি না। খাসির খাওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগটি পুরোই বিব্রতকর। নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/প্রতিদিনের পোষ্ঠ