রাজনীতিতে জড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন ইমরান খান। তবে তিনি যত বড় রাজনীতিবিদই হোন না কেন, ইমরানের বড় পরিচয় বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। তিনি বিখ্যাত হয়েছেন ক্রিকেট খেলেই।
তাই দেশ যখন সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে, তখন তাঁর চোখ অন্য কোথাও থাকে কী করে? বুধবার নিউজ়িল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম সেমিফাইনাল ম্যাচ দেশে বসেই দেখলেন ইমরান খান।
কিছুদিন আগেই দুষ্কৃতকারীর গুলিতে জখম হয়েছে তাঁর পা। ফলে আপাতত তিনি ঘরবন্দি। ঘরে বসেই টিভিতে দেখলেন বাবরদের খেলা। পাকিস্তানের জয়ের পর ইমরান টুইট করে শুভেচ্ছা জানালেন ক্রিকেটারদের।
টুইট বার্তায় ইমরান লিখেছেন,
‘দুর্দান্ত জয়ের জন্য বাবর আজ়ম এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা। ’ ম্যাচের আগেও ইমরান টুইট করেন। লেখেন, ‘গোটা দেশের পক্ষ থেকে বাবর আজ়ম এবং গোটা দলের জন্য আমার প্রার্থনা থাকল। আমরা চাই তোমরা শেষ বল পর্যন্ত লড়ে যাও। ’
এবারের বিশ্বকাপ মনে করিয়ে দিচ্ছে ১৯৯২ সালের বিশ্বকাপকে। সেবার ৫০ ওভারের বিশ্বকাপে যেভাবে খেলেছিল ইমরানের পাকিস্তান, এবারও সেই ছন্দেই খেলছে তারা। ইমরান খানের নেতৃত্বে গ্রুপ পর্বে খুব খারাপ খেলেও ফাইনালে পৌঁছে ট্রফি জিতে নিয়েছিল
পাকিস্তান। সেমিফাইনালে হারায় নিউজ়িল্যান্ডকে। এবারও গ্রুপ পর্ব থেকে চরম অনিশ্চয়তার মাধ্যমে সেমিফাইনালে উঠলেও সেখানে নিউজ়িল্যান্ডকে হারিয়েছে তারা। ভারতের বিপক্ষে আজ ইংল্যান্ড জিতে গেলে ১৯৯২ সালের মতোই হবে ‘পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল’।