সাত বছর পর ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দু’দলের দ্বৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে হোম অব ক্রিকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ। শেরেবাংলায় দুপুর ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে।
সিরিজ শুরুর আগেই কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে পুরো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিন ম্যাচ সিরিজের প্রথম
ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশ স্কোয়াড এ নিয়ে চলছে জল্পনা। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও নতুন টাইগার অধিনায়ক টিম কম্বিনেশন নিয়ে কোনও স্পষ্ট ধারনা দেননি। বরং জানিয়েছেন, এখনও ওসব নিয়ে কথা হয়নি।
পুরোনো অভিজ্ঞতার হিসেবে জানা যায় কোচ রাসেল ডমিঙ্গো সাধারণত ওপেনিংয়ে ডান ও বাঁ হাতি কম্বিনেশন পছন্দ করেন। যদি তাই হয়, তাহলে তামিমের অনুপস্থিতিতে শান্তকে ওপেনার হিসেবে খেলানো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ওপেনিংয়ে ডান ও বাঁ হাতি কম্বিনেশন থাকলে লিটন বা বিজয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তর খেলা একরকম নিশ্চিত। এ তিনজনের একজনকে আবার তিনেও খেলানো হতে পারে। সেক্ষেত্রে সাকিব চারে,
মুশফিক পাঁচ, রিয়াদ ছয় আর আফিফ সাত নম্বরে খেলবেন। আট নম্বরে মিরাজ এবং সঙ্গে তিন পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন আর শরিফুল ইসলামের যে কোনো একজন খেলবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম/ এবাদত হোসেন।