সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৬২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। প্রথম ইনিংসে ২৫২ রান করা বাংলাদেশের সামনে ৩১০ রানের লিড দাঁড় করায় অভিমন্যু ঈশ্বরণরা। রানের পাহাড়ের চাপে পড়ে তৃতীয়
দিন দুই উইকেট ৪৯ রান তোলে মোহাম্মদ মিঠুনের দল। এখনো ২৬১ রানে এগিয়ে সফরকারীরা। চতুর্থ দিন ৮ উইকেট নিয়ে এ রান মোকাবিলা করতে হবে মিঠুনদের। ভারত ‘এ’ দলের অধিনায়ক ঈশ্বরণের ১৫৭ ও পাঁচ ব্যাটারের
ফিফটিতে বড় সংগ্রহ পায় ভারত। ৯ উইকেটে যেতেই ইনিংস ঘোষণা করে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। ১২ রান তুলতেই উদ্বোধনী ব্যাটার জাকির হাসানকে হারিয়ে বিপাকে পড়ে দল।
দলীয় ৪৪ রানে ফেরেন তিনে নামা মাহমুদুল হাসান জয়। আগের ইনিংসে ১২ আর গতকাল করলেন ১০ রান। টানা ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন তিনি। ওপেনার সাদমান ইসলামের (২২) সঙ্গে দিন শেষ করেছেন মুমিনুল হক (৪)। আজ শেষ দিন শুরু করবেন তারা।