বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩ রানে দুই উইকেট হারায় ভারত। এক পর্যায়ে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে আয়ার ও
প্যাটেলের ব্যাটে ম্যাচে ফিরে ভারত। শেষ ১০ ওভারে জিততে ভারতের প্রয়োজন ৭৯ রান, বাংলাদেশের চার উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মিরাজ ও
সাকিব দুইটি করে উইকেট লাভ করেন। এর আগে, মেহেদী হাসান মিরাজের প্রথম শতক ও রিয়াদের দায়িত্বশীল ইনিংসে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে
ভারতকে ২৭২ রানের টার্গেট দেয় টাইগাররা। টসে জিতে বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।