কাতার বিশ্বকাপে যাত্রাটা সুখকর ছিল না আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিল মেসিরা। প্রথম ম্যাচে হারায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচই অঘোষিত ‘ফাইনাল’ হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার জন্য।
তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের লড়াইয়ে টিকে রইল আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল তুলে নেয় মেসিরা। দলটির হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি এবং দ্বিতীয় গোলটি আসে ফার্নান্দেজের পা থেকে। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
স্বস্তির এই জয়ের পর লিওনেল মেসি জানান, আরও একটি ফাইনাল অপেক্ষা করছে তাদের সামনে। অর্থাৎ, পোল্যান্ড ম্যাচও যে তাদের জিততে হবে সেটিই যেন মনে করিয়ে দিলেন তিনি। কারণ, পোল্যান্ডের সাথে পরাজিত হলে নকআউট পর্বে উঠার
সম্ভাবনা খুবই কম থাকবে আর্জেন্টিনার, আর ড্র করলে মিলাতে হবে নানা সমীকরণ। মেক্সিকোকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি লিখেন, ‘আমাদের আজকে জিততেই হতো।
আমরা এটা করে দেখিয়েছি। তবে বুধবারেই আমাদের আরও একটা ফাইনাল। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেতে হবে। চলো এগিয়ে যাই আর্জেন্টিনা।’