চলতি বছরের নভেম্বরে বসতে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আবুধাবি টি-টেন লিগ। জনপ্রিয় এ টুর্নামেন্টের এবারের আসরে খেলতে যাচ্ছেন পাঁচ টাইগার ক্রিকেটার- এমনটি শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে এ তালিকা
দাঁড়িয়েছে চার জনে। খেলা হচ্ছে না তাসকিনের। বর্তমানে নিজের সেরা ছন্দে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতানোর কথা ছিল তাসকিনের। তবে কিছুটা দুর্ভাগা
তাসকিন! তাকে ছেড়ে দিয়েছে দলটি। পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন, এমন খেলোয়াড়দের নাকি চাচ্ছে ডেকান গ্ল্যাডিয়েটর্স কর্তৃপক্ষ। আর আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তাসকিন।
এজন্যই নাকি তাসকিনকে রিলিজ করে দিয়েছে দলটি। এদিকে সাকিব আল হাসানের সঙ্গে নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরি রয়েছেন বাংলা টাইগার্সে। এ ছাড়া মুস্তাফিজুর রহমান খেলবেন টিম আবুধাবির হয়ে।
এর আগে টি-টেন লিগে ২০২১ সালের চতুর্থ আসরে সর্বোচ্চ সাত জন বাংলাদেশি ক্রিকেটার খেলেছিলেন। সেই বছর অবশ্য সোহাগ গাজী, মুক্তার আহমেদ, নাসির হোসেনরা ছিলেন। এবার তাদের কেউই ড্রাফটে নামই লেখাননি।