আগামীকাল সন্ধ্যায় ভাড়া করা বিমানে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছাবে রোহিত শর্মার ভারতীয় দল। এদিকে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশে আসার ঠিক এক দিন আগে বাংলাদেশ দল পুরোপুরি চলে
গেছে সবার চোখের আড়ালে। ভারত সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু থেকেই হচ্ছে সংবাদমাধ্যমের চোখ এড়িয়ে। সেই গোপনীয়তার চাদর ঢেকে দিল আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি
ম্যাচটিকেও। ‘ক্লোজ ডোর’ ম্যাচটি দেখতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ বলেছেন, ‘কোচ ও ক্রিকেটারদের চাওয়া মেনেই প্রস্তুতি ম্যাচটা ক্লোজ ডোর হয়েছে।’ এর আগে ক্রিকেটারদের
ব্যক্তিগত অনুশীলনেও সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। প্রস্তুতি ম্যাচ খেলতে আজ সকালেই কক্সবাজার থেকে উড়িয়ে আনা হয়েছে শরীফুল ইসলামকে। কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ‘এ’ দল।
তবে একাদশে সুযোগ হয়নি শরীফুলের। শুধু শরীফুল নন, আজ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে খেলেছেন বিসিবি হাই পারফরম্যান্স বিভাগ ও ঘরোয়া ক্রিকেটে ভালো করা বেশ কয়েকজন ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের প্রতিপক্ষ ‘লাল দল’
–এর অধিনায়ক ছিলেন আকবর আলী। বিসিএলে রান–খরায় ভোগা তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন প্রস্তুতি ম্যাচে। ওয়ানডে অধিনায়কের সেঞ্চুরির সৌজন্যে ৪০ ওভারের ম্যাচে বাংলাদেশ
দল ৮ উইকেটে ২৭১ রান করে। জবাবে লাল দল ৮ উইকেট হারিয়ে করেছে ২৩১ রান। ৭ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া জাতীয় দলের পেসার হাসান মাহমুদ ছিলেন ম্যাচের সেরা বোলার।