স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট || দাপটের সঙ্গে দ্বিতীয় দিন শেষ শ্রীলঙ্কার।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটি সফরকারীরা নিজেদের করে নিয়েছে। প্রথম দিনে টাইগারদের ২৪ রানে ৫ উইকেটের পতনের পরও মুশফিক-লিটনের ব্যাটিং দৃঢ়তায় চালকের আসনে ছিল বাংলাদেশ।
কিন্তু আজ সকালের সেশনে ছন্দপতন ঘটে মুমিনুল হকদের। ৮৮ রানে বাকি ৫ উইকেট হারিয়ে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৩ রান। টাইগারদের থেকে প্রথম ইনিংসে ২২২ রান পিছিয়ে আছে দিমুথ করুনারত্নের দল।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/প্রতিদিনের পোস্ট