হেক্সা মিশন পূরণ করা থেকে আর মাত্র তিন ম্যাচ দূরে ব্রাজিল। কোয়ার্টার, সেমিফাইনাল এবং ফাইনাল জিততে পারলেই সেলেসাওদের হেক্সা মিশন পূরণ হবে। আর সে লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৯ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার
বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন। প্রথম দুই ম্যাচে এ সেলেসাওদের লেফটব্যাক সামলান অ্যালেক্স সান্দ্রো। তবে তার পরিবর্তে সুযোগ পাওয়া টেলেস ও দানিলো নিজেদের
সেভাবে মেলে ধরতে পারেনি। ফলে, গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের কোচ তিতে লেফটব্যাকে কাকে খেলান সেটিই এখন দেখার বিষয়। রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ব্রাজিলের আক্রমণভাগ বেশ শক্তিশালী। আক্রমণভাগে
রয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের মত ফুটবলাররা যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় বদলে দিতে পারে। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারে পা রাখা ব্রাজিল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিতে পা রাখবে এমনটাই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়েগো সিলভা, দানিলো, ক্যাসিমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।