ক্রীড়া প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট ।। দুঃ.সময় পিছু নিয়েছে মুশফিকুর রহিমের, লাগল ৬ সেলাই ।
দুঃ.সময় পিছু নিয়েছে মুশফিকুর রহিমের। দিন কয়েক আগেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। তবে বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে লড়তে প্রস্তুতি চলছিল তার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) জিমে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে চো.ট পেয়েছেন মুশফিক।
এই চো.টে তার বাঁ পায়ে আ.ঘাত লাগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এরপর সেখানে ৬ সেলাই লেগেছে মুশফিকের।
এর আগে বেলা দশটাই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়ার পর আ.ঘাত পাওয়া স্থানে সেলাই দিতে হয়েছে এই উইকেটকিপার ব্যাটারের। সেলাইয়ের পর জানানো হয়েছে কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে এমনটি পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন মুশফিক। এ অবস্থায় শুরু থেকে থাকবেন কি না আশঙ্কা থাকল।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/প্রতিদিনের পোস্ট