এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারতে হয়েছিল।
সেখান থেকে তৃতীয় ওয়ানডে পরিণত হয় অলিখিত ফাইনালে৷ সেই ফাইনালে এবার পাকিস্তান যুবাদের বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে মুলতানে বৃষ্টির বাগড়ায় সিরিজ নির্ধারণী
ওয়ানডে ম্যাচটি পরিণত হয় ৪২ ওভারে। এদিনও টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা। আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৯ উইকেটে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্ট ৮৭ রান
করেন মোহাম্মদ তৈয়ব আরিফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও বর্ষন। রান তাড়া করতে নেমে শুরুতে ৪ রান করে রান আউট হন মোহাম্মদ রিজওয়ান। তবে দারুণ ব্যাটিং করেন আরেক
ওপেনার মোহাম্মদ শিবলি। তার ৭৪ বলে ৭২ রানের ইনিংসে জয়ের পথে এগুতে থাকে বাংলাদেশ। মাঝে সোহাগ-শিহাবরা দ্রুত ফিরলেও শেষ দিকে হাল ধরেন আহরার আমিন ও জীবন। আমিনের ৫২ ও জীবনের
অপরাজিত ৫৭ রানে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সফরে একটি চারদিনের ম্যাচও খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি ড্র করেছিল টাইগাররা।