দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। হাতের এক্সরের জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোহিতের পরিবর্তে ফিল্ডিং করছেন রজত পতিদার।আজ জিততেই সিরিজ বাংলাদেশের। এমন গুরুত্বর্পূণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর
১২ ওভারে ২ উইকেটে ৪৭ রান। নাজমুল হোসেন শান্ত ১৬ ও সাকিব আল হাসান ৫ রানে ব্যাট করছেন। সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক লিটন দাস (৭) ও এনামুল হক বিজয় (১১)।