আগের ম্যাচের মতো মিরপুরে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তিনি। সতীর্থরা যেখানে ভারতের বোলারদের দাপটে যাওয়া-আসার মিছিলে ছিলেন,
সেখানে মিরাজ বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন। মিরাজের উইলো থেকে অর্ধশতক রান এসেছে। ৫৫ বল খেলে ফিফটির দেখা পান এ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ-মিরাজ মিলে দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৫০ রানে। আর মিরাজ ৫৯ বলে ৫৩ রান করেছেন। মিরাজ ২টি ছয়, ৩টি চারে এ অর্ধশতক করেছেন মিরাজ। ৪১তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭৮/৬ উইকেট।