ব্যাটিং বিপর্যয়ের পর ভারত ‘এ’ দলের বিরুদ্ধে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ‘এ’ দলের বাকি ব্যাটাররা মলিন পারফরম্যান্স উপহার দিলেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মোসাদ্দেক তুলে নিয়েছেন অর্ধশতক।
কক্সবাজারে প্রথম আনঅফিসিয়াল টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৯ বলে ১, জাকির হাসান ৪ বলে ০, মুমিনুল হক ১৮ বলে ৪, নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে ১৯ ও অধিনায়ক
মোহাম্মদ মিঠুন ১০ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর জাকের আলী অনিককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মোসাদ্দেক। যদিও দ্বিতীয় সেশনের শুরুতে জাকেরও বিদায় নেন। তার আগে ৪৭ বলে করেন ৪ রান। তবে তিনি বিদায় নিলেও মোসাদ্দেক
ঝড়ো ব্যাটিং তুলে নেন অর্ধশতক। এই প্রতিবেদন লেখার সময় ৫৪ বলে ৫০ রান করে ক্রিজে রয়েছেন তিনি, হাঁকিয়েছেন চারটি চার ও দুটি ছক্কা। ২২ বলে ৪ রান করে তার সঙ্গী তাইজুল ইসলাম। ৩৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৮৫ রান।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ ‘এ’ : মাহমুদুল হাসান জয়, হাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও জাকের আলী।
ভারত ‘এ’ : অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অতীত শেথ, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, সরফরাজ খান, সৌরভ কুমার, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, যশ ধূল, যশস্বী জাইসওয়াল।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত ‘এ’
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস : ৮৫/৬ (৩৩.১ ওভার)
মোসাদ্দেক ৫০*, শান্ত ১৯, তাইজুল ৪*