নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট ||
ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ও সফল নির্মাতা এস এস রাজামৌলি। গত মার্চে ‘আরআরআর’ নির্মাণ করে সবাইকে চমকে দেন তিনি। বক্স অফিসে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপি আয় করে আলোচিত হয় এই সিনেমা। এতে নায়িকা চরিত্রে ছিলেন আলিয়া ভাট।
‘আরআরআর’ ঝড়ের রেশ কাটতে না কাটতে নতুন সিনেমায় হাত দিয়েছেন রাজামৌলি। নায়িকা হিসেবে আবারও থাকছেন আলিয়া। দক্ষিণী সিনেমার আলোচিত সমালোচক ও বিশ্লেষক উমর সান্ধু খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশ ভাটকন্যা অফিসিয়ালি এই সিনেমায় যুক্ত হয়েছেন। তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই এর শুটিং শুরু হবে।
সিনেমার নাম অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে ‘এসএসএমবি২৯’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। এটা আগে থেকেই চূড়ান্ত ছিল। শোনা যাচ্ছে, ‘এসএসএমবি২৯’-এর বাজেট হবে ৮০০ কোটি রুপি। বিষয়টি যদি সত্যি হয়, তা হলে এটিই হবে ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা। নির্মাতা রাজামৌলি বলেছেন, ‘মহেশবাবুর সঙ্গে আমার পরবর্তী সিনেমা বিশ্বব্যাপী একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের হবে। ভারতীয় ঐতিহ্যের পাশাপাশি এখানে জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের ছায়া থাকবে।’
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট