নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি || নবীনগর পৌর মেয়রের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগে মানববন্ধন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে পৌরসভার সচেতন নাগরিক বৃন্দর এর ব্যানারে সোমবার সকালে ডাকবাংলা
প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ,সুমন, লাকী আক্তার সহ আরো অনেকেই।
বক্তারা বলেন- বর্তমান মেয়র এড.শিব শংকর দাস পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। এছাড়া পৌরবাসী নাগরিক সেবা নিতে গেলে বিভিন্ন হয়রানী ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
বক্তারা মেয়রের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনের বিষয়ে এড.শিব শংকর দাস বলেন, পৌরসভায় এখনো কোন নিয়োগ হয়নি। অথচ তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে। তিনি বলেন শুরু থেকেই এই চক্রটি আমার ঘোর বিরোধী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট