নভেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ মনোনয়ন পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ, জস বাটলার ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। এ ছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন,
থাইল্যান্ড নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস। গেল বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দারুণ ছন্দে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। পুরো নভেম্বরে ৭.৩০ ইকোনমিতে ১০ উইকেট লাভ করেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে
যাওয়ার পেছনে অবদান ছিল আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণেই মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে
ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর সেমিফাইনালে ভারতকে
প্রায় একাই হারিয়ে দিয়েছেন তিনি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আইসিসির মাস সেরার দৌড়ে থাকা ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দারুণ ইকোনোমিক্যাল।
নভেম্বর মাসে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।