মোঃ আব্দুর রব, নাটোর জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || নলডাঙ্গা উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও সাথে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নাটোরের নলডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তারকে সংবর্ধণা দিয়েছে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি।
১২ অক্টোবর ২২ ইং বুধবার বিকেলে রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইউসুফ হোসেন এর সভাপতিত্বে নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোজিনা আক্তার (ইউএনও) নলডাঙ্গা উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কিশোয়ার হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার নলডাঙ্গা উপজেলা , ডা: আব্দুর রব (আব্দুল্লাহ্) উপদেষ্টা রিপোর্টার্স ইউনিটি ও সাধারণ সম্পাদক বিডিএমপিপিএ নাটোর জেলা শাখা, মোঃ লতিফুর রহমান উপদেষ্টা রিপোর্টার্স ইউনিটি।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান (মুক্তা) ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নলডাঙ্গা পৌরসভা ও সদস্য রিপোর্টার্স ইউনিটি, মোঃ খোরশেদ আলম সহ-সভাপতি রিপোর্টার্স ইউনিটি, এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় নলডাঙ্গার সমস্যা, সম্ভবনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারকে সম্মাননা প্রদান ও ফুলেল শুভেচছা জানানো হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট