নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর উল্লাসে মেতেছেন দেশটির বর্তমান এবং সাবেক তারকা ক্রিকেটাররা।
উল্লাস করছেন দেশটির সমর্থকরাও। বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান-নিউজল্যান্ড সেমিফাইনাল ম্যাচ চলাকালিন একটি টিভি চ্যানেলের লাইভ ধারাভাষ্যে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুস ও শোয়েব মালিক।
নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করার পরই ধারাভাষ্য রেখে ড্যান্সে মাতেন ওয়াকার ইউনুস ও শোয়েব মালিক। তাদের সেই ড্যান্সের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিন টস জিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ১৫২ রান। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ৪২ বলে ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমের ১০৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের পথ সহজ হয় পাকিস্তানের। ৪২ বলে ৫৩ রান করে ফেরেন অধিনায়ক বাবর। আর ৪৩ বলে ৫৭ রান করেন রিজওয়ান। ২৬ বলে ৩০ রান করেন মোহাম্মদ হারিস।
This is going to be a perfect meme material for a long time 🙈🙈pic.twitter.com/I4jQA5ajFK
— Nabeel Hashmi (@iNabeelHashmi) November 9, 2022