লিস্ট-এ ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ডের পর সপ্তম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছেন রুতুরাজ গায়কোয়াড়। চলতি আসরে জাতীয় ওয়ানডে টুর্নামেন্ট তৃতীয় ব্যাটসম্যান
হিসেবে ব্যক্তিগত দ্বিশতরান করেন মহারাষ্ট্রের তারকা ওপেনার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রুতুরাজ।
এমন ধ্বংসাত্মক ইনিংসের পথে লিস্ট-এ ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার বিরল বিশ্বরেকর্ড গড়েন মহারাষ্ট্রের ক্যাপ্টেন। ইনিংসের ৪৯ তম ওভারে শিভা সিংয়ের ৬ বলে ৬ ছক্কা ও এক নো বলেও ছক্কা হাঁকান ঋতুরাজ।
চলতি বছরেই বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছেন সৌরাষ্ট্রের সামর্থ ব্যাস ও তামিলনাড়ুর নারায়ন জগদীশান। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে দ্বিশতরান করার নজির রয়েছে করণবীর কৌশল, পৃথ্বী শ, সঞ্জু স্যামসন ও যশস্বী জসওয়ালের।
মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে। ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন গায়কোয়াড়। কার্তিক ত্যাগী ৩টি উইকেট নেন।