আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি সেভসহ ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় পোল্যান্ডের গোলরক্ষক সেজনি। মূলত, সেজনির দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সেজনি জানান, পেনাল্টি নিয়ে মেসির সাথে বাজি ধরেছিলেন তিনি। ম্যাচের ৩৭ মিনিটে পোস্টের দিকে উড়ে আসা বল থামাতে গিয়ে মেসির মুখে হাত লাগে সেজনির। রেফারি ড্যানি মাক্কেলি ফাউলের আশঙ্কা করে ভিএআর চেক করতে যান।
আর সে সময়ই সেজনি মেসির সঙ্গে বাজি ধরেন যে, রেফারি পেনাল্টি দিবে না। কিন্তু ডাচ রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে মেসির কাছে হেরে যায় সেজনি। যদিও সেই পেনাল্টিতে সেজনির কাছে পরাস্ত হতে হয় মেসিকে।
সেজনি বলেন, ‘পেনাল্টির আগে আমরা কথা বলছিলাম। আমি তার সঙ্গে ১০০ ইউরো বাজি ধরি যে, রেফারি পেনাল্টি দিবে না। আমি মেসির সঙ্গে বাজিতে হেরে গেলাম।’
মজার ছলে সেজনি আরও যোগ করেন, ‘আমি জানি না এই বিশ্বকাপে এটা বৈধ কি না। হয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারি। কিন্তু ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে ১০০ ইউরো দিতে পারবো না। আমি মনে করি তার যথেষ্ট আছে।’
Wojciech Szczęsny tells @tv2sport he bet Lionel Messi €100 the penalty wouldn’t be given and he will “probably be banned” for admitting this.😂 pic.twitter.com/VFBap9xPLy
— Ben Jacobs (@JacobsBen) November 30, 2022