আগেই ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল চেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তার সেই কথাই সত্যি হয়েছে। ফাইনালের আগে এবার আরেক মন্তব্য করে আলোচনায় সাবেক এই ইংলিশ ক্রিকেটার। ফাইনালে প্রতিপক্ষে হিসেবে ইংল্যান্ডকে
পেয়ে ভয়ে কাঁপছে পাকিস্তান, এমন দাবি করেছেন তিনি। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে যেভাবে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড সে কারণেই পাকিস্তান ভয়ে কাঁপবে বলে মনে করেন তিনি। পিটারসেন বলেন, দারুণ ছন্দে থাকা দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স।
ইংল্যান্ড দল উড়ছে, আর সেজন্য পাকিস্তান ভয়ে কাঁপছে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে খেলেছে তা দেখে পাকিস্তানি বোলারদের মন খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি।সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, তারা প্রথম ৬ ওভারে ৬০-৭০
রান করার চেষ্টা করে। ৪৫ রান করে খুশি হয়ে বসে থাকে না। ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে খেলতে তা দেখে পাকিস্তানি বোলারদের মন খারাপ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।