দেখতে দেখতে শেষের পথে এবারের বিশ্বকাপ। হাতে গোনা আর কয়েক ঘন্টা পর মাঠে গড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত উড়তে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তান।
বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় বোলারদের তুলোধুনা করেছেন
দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। এতে চিন্তিত পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। ইংলিশদের অল্প রানে বেঁধে রাখতে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের বিকল্প দেখছেন না বাবর আজম।
তিন পেসারের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। এদের সঙ্গে যোগ দিতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ব্যাটিংয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পর দায়িত্ব কাঁধে নেবেন মোহাম্মদ হারিস,
শান মাসুদ ও ইফতেখার আহমেদ। অন্যদিকে অধিনায়ক জস বাটলারের সঙ্গে অ্যালেক্স হেলস প্রস্তুত হচ্ছেন পাকিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিতে। পুরো টুর্নামেন্টে ব্যর্থ বেন স্টোকসও থাকতে পারে একাদশে। আর বোলিংয়ে স্যাম কুরানের সঙ্গে
ক্রিস জর্ডান ও আদিল রাশিদের ওপর আস্থা রাখতে পারেন ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।