দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। দুই সেমিফাইনালের পরই জানা যাবে শিরোপার লড়াইয়ে কোন দুই দল মাঠে নামছে ফাইনালে। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডি ভিলিয়ার্স জানালেন, সবার মতো তিনিও
চান ভারত-পাকিস্তান ফাইনাল খেলুক। ফাইনালে ওঠার আগে ভারত এবং পাকিস্তানকে দিতে হবে কঠিন পরীক্ষা। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে পাকিস্তান। কন্ডিশন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাকিস্তানের চেয়ে
এগিয়ে কিউইরা। তবে, পাকিস্তান এমন এক দল নিজেদের দিনে তারা হারাতে পারে যে কোন দলকে।অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। এশিয়ার ক্রিকেটের পরাশক্তি ভারত বিশ্বকাপে রয়েছে দুর্দান্ত ফর্মে। ছন্দে থাকা
ভারতকে হারানো এত সহজ হবে না ইংল্যান্ডের জন্য। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ইংল্যান্ডকে হারানো ভারতের জন্য খুব ভালো করেই সম্ভব। ভারত-পাকিস্তান উভয় দলই নিজেদের সেমিফাইনাল ম্যাচে জয় লাভ করলে ফাইনালে একে অপরের
মুখোমুখি হবে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডি ভিলিয়ার্স ভোটাভুটিতে জানতে চান, এবার কি ভারত-পাকিস্তান ফাইনাল? ছয় লাখের বেশি ভোট পড়েছে, যেখানে প্রায় ৮০ শতাংশ মানুষই ভারত-পাকিস্তান ফাইনাল দেখার পক্ষে।
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘সত্যিই চমৎকার ফাইনাল হবে তারা ওঠলে। কিন্তু আমি নিশ্চিত নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও এনিয়ে কিছু বলার আছে। দুই দলেরই চমৎকার লাইনআপ এবং ভালো ফর্মে আছে। দুটি অসাধারণ সেমিফাইনাল হতে যাচ্ছে। আমার ভোটও পড়বে ভারত-পাকিস্তান ফাইনালের দিকে। এটা হবে জিভে জল আনা প্রতিদ্বন্দ্বিতা।’