ঢাকা: ২০০২ বিশ্বকাপে প্রথমবার এশিয়ার কোনো দলের মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘটনাচক্রে ব্রাজিল সেবার বিশ্বকাপের শিরোপাটাও জিতেছিল শেষবারের মতো। প্রতিপক্ষ ছিল চীন।
এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্বকাপের সে ম্যাচ হয়েছিল দক্ষিণ কোরিয়ার সিউগইউপোতে। ব্রাজিল জেতে ৪-০ গোলে। সে ম্যাচে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক শটে গোল করেছিলেন রবার্তো কার্লোস। গোল পেয়েছিলেন রোনালদিনিও,
রিভালদো ও রোনালদো। পরের বিশ্বকাপে এশিয়ার জাপানের সঙ্গে খেলেছিল ব্রাজিল। জার্মানির কাইজারস্লটার্নে জাপানকে ব্রাজিল হারিয়েছিল ৪-১ গোলে। জোড়া গোল পেয়েছিলেন রোনালদো। বাকি দুই গোল জুনিনিও ও গিলবার্তোর। একটি কথা বলে নেওয়া ভালো,
সেবার ব্রাজিল নিজেদের গ্রুপে পেয়েছিল অস্ট্রেলিয়াকেও। ওশেনিয়ার অস্ট্রেলিয়া ২০০৬ সালের জানুয়ারি থেকে এশিয়ান ফুটবল ফেডারেশনে (এএফসি) অন্তর্ভুক্ত হয়। ২০০৬ বিশ্বকাপটা অস্ট্রেলিয়া অবশ্য খেলেছিল ওশেনিয়া থেকেই। সে কারণেই সেবার
ব্রাজিল নিজেদের গ্রুপে ‘এশিয়ার’ দুই দলকে পেয়েছিল। অস্ট্রেলিয়াকে ব্রাজিল হারায় আদ্রিয়ানো ও ফ্রেডের গোলে। খেলাটা হয়েছিল ডর্টমুন্ডে। বিশ্বকাপে এখন পর্যন্ত এশিয়া থেকে ব্রাজিলের শেষ প্রতিপক্ষ উত্তর কোরিয়া। ২০১০ দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে গ্রুপ পর্বে জোহানেসবার্গের সে ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-১ গোলে। গোল করেছিলেন মাইকন ও এলানো। আজ রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে মাঠে নামবে ব্রাজিল।
এই প্রথমবারের মতো ব্রাজিল এশিয়ার কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলছে নকআউট পর্বে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি অবশ্য ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। এবার কাতার বিশ্বকাপে এশিয়ান দলগুলোর পারফরম্যান্স ম্যাচটিকে ভিন্ন মাত্রা দিচ্ছে।