২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়েছিল ইংল্যান্ডকে। তিন বছর পর আরও একটি বিশ্বকাপ জিতে তারা উদযাপনের সুযোগটাও পাচ্ছে না ঠিকঠাক। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন
হওয়ার তিন দিন পর তাদের মাঠে নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। এ কারণে বেজায় চটেছেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। গতকাল রবিবার মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে ৫
উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড। আর ১৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়াতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই ওয়ানডে দলে থাকা বিশ্বকাপজয়ী মঈন আলী বিবিসিকে বলেছেন,
‘এই ধরনের সিরিজ হতাশাজনক। এমনটা অনেকদিন ধরেই হয়ে আসছে। ‘ রবিবারের ফাইনালে রান তাড়ায় নেমে ১৩ বলে ৩ চারে ১৯ রানের ছোট্ট তবে কার্যকর ইনিংস খেলেছেন মঈন। বিবিসিকে তিনি আরও বলেন, ‘দল হিসেবে
আমরা উপভোগ করতে চাই, উদযাপন করতে চাই, ওই সময়টা প্রয়োজন। কারণ এর জন্য অনেক পরিশ্রম করেছি আমরা। টুর্নামেন্ট যখন চলছিল শুধু তখনই নয়, এর আগে, পুরো টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতির বিষয় ছিল। ‘
মঈনসহ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের ৯ সদস্যকে অস্ট্রেলিয়ায় থেকে যেতে হচ্ছে। ক্রিকেটার হিসেবে অভ্যস্ত হলেও এমন ঠাসা সূচি নিয়ে বিরক্তি প্রকাশ করেন মঈন, ‘তিন দিনের মধ্যে আবার ম্যাচ খেলা খুবই অপ্রীতিকর।
ক্রিকেটার হিসেবে এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আমরা। তবে প্রতি দুই-তিন দিনে ম্যাচ খেলে সবসময় শতভাগ দেওয়া খুবই কঠিন কাজ। ‘