দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ৩২টি দেশের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ উপহার দিতে চায় আয়োজক দেশ কাতার। অংশগ্রহণকারী দেশগুলো সামনে এখন একটাই লক্ষ্য- বিশ্বকাপে শিরোপা জয়।বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম
আকর্ষণীয় এই ক্রীড়াযজ্ঞে ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সামনেও সুযোগ আসে নিজের প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের নিজ নিজ দেশের হয়ে শতভাগ দেবার চেষ্টাটা পরখ করে দেখার। ক্লাব ফুটবলে যেখানে অনেক তারকাই একে অন্যের প্রতিপক্ষ এখানে আবার
তারাই একে অন্যের সতীর্থ, আর আসরটা যেহেতু বিশ্বকাপ, উত্তেজনার পারদটাও একটু বেশি। এবারের বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে নামবে ব্রাজিল। সে লক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করেছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের স্কোয়াডের
বাজারমূল্য ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। সোমবার (৭ নভেম্বর) সেলেসাও কোচ তিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের এই দল ঘোষণা করেন। তবে দল ঘোষণার পরই নতুন এক বিস্ময়ের জন্ম দিয়েছে ব্রাজিল। রেকর্ড প্রায়
সাড়ে ১১ হাজার কোটি টাকার দল নিয়ে এবার কাতারের মাটিতে পা রাখবে নেইমার-ভিনিসিয়াসের দল। আন্তর্জাতিক ট্রান্সফার মার্কেটে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের এই বাজারমূল্য চমকে দিয়েছে ব্রাজিলের সমর্থকদের। বিশ্বের বড় বড় ফুটবল ক্লাবে নিজেদের
রাজত্ব বেশ আগে থেকেই পাকাপোক্ত করে রেখেছে ব্রাজিলের ফুটবলাররা। যেখানে ব্রাজিলিয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি’আ, ফ্রেঞ্চ লিগের মতো বড় বড় আসরে। এদের মধ্যে বর্তমানে ফুটবল মার্কেটের
তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র। এই ফরোয়ার্ডের বাজারমূল্য ১২০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি ১ হাজার ২০০ কোটি টাকার সমান। এরপরেই আছেন রিয়ালের আরেক তারকা ফরোয়ার্ড রদ্রিগো। যার বাজার দর বাংলাদেশি টাকায়
৮০০ কোটি টাকার সমতুল্য।ব্রাজিলের প্রাণভোমরা নেইমার ও গ্যাব্রিয়েল জেসুসের বর্তমান বাজার মূল্য ৭৫০ কোটি টাকা করে। এছাড়াও রাফিনিয়া, অ্যান্তনি, ফ্যাবিনহোর মতো আরও মূল্যবান ফুটবলারও আছেন তিতের এবারের বিশ্বকাপ স্কোয়াডে।বিশ্বকাপে অংশ নেয়া ব্যয়বহুল দলের তালিকা :
১. ইংল্যান্ড : ১.৩৫ বিলিয়ন ইউরো
২. ফ্রান্স : ১.১৩৮৫ বিলিয়ন ইউরো
৩. ব্রাজিল : ১.০৬৪ বিলিয়ন ইউরো
৪. স্পেন : ১.০৩১ বিলিয়ন ইউরো
৫. জার্মানি : ১.০২০৫ বিলিয়ন ইউরো
৬. পর্তুগাল : ৯৩৮.৫ মিলিয়ন ইউরো
৭. আর্জেন্টিনা : ৭৬৪.৫ মিলিয়ন ইউরো
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড :
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস) ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)
মিডফিল্ডার : ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড : নেইমার জুনিয়র। (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)।