গোড়ালির চোটের কারণে ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। গ্রুপপর্বে ব্রাজিলের তৃতীয় ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে তার বিশ্বকাপ মিশন শেষ হয়নি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী। সার্বিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয়ার্ধের সময় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আঘাতের শিকার হন নেইমার। এর কিছুক্ষণ পরেই মাঠ থেকে উঠে যান তিনি।
ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। লাসমার বলেছিলেন, নেইমারের গোড়ালিতে এক্স রে করানোর ব্যাপারে তারা তাড়াহুড়ো করছেন না।
এক্স রে করানোর কোন সময় এখনও ঠিক করেননি। শুক্রবার সারাদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ওই পর্যবেক্ষণে যদি মনে হয় পরীক্ষা করানো দরকার, তারা করাবেন। চোটের পরিমাণ জানতে তারা ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করবে।
সংবাদ সম্মেলনে তিতে অবশ্য আশা দেখান। বলেন, ভয়ের কিছু নেই। জোর দিয়ে বলেন, ব্রাজিলের পরের ম্যাচেই খেলবেন নেইমার।