তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে টাইগার্সদের। ইতিমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। তবে এই সিরিজে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
সিরিজ শুরু হওয়া ঠিক দুই দিন আগে গ্রোয়েন ইনজুরিতে পড়েন তামিম। যার কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হয়নি তার। তবে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের ও এক প্রকার অনিশ্চিত তামিম। ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচের জন্য
১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রথম টেস্টে রাখা হয়নি তামিম ইকবালকে। তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচে দলে ফিরতে পারেন তামিম ইকবাল।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, তামিমের গ্রোয়েন ইনজুরি ভাল হয়নি। তাই তামিমের পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। এ কারণে তাকে ১৭ জনের দলে রাখা হয়নি। তবে আমরা আশাবাদী, তামিম হয়ত দ্বিতীয় টেস্ট খেলতেও পারে।