আসন্ন নবম বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাকিস্তানের মোহাম্মদ হারিস, পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে গড়া এই দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি।
শনিবার (১২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য তারা নিশ্চিত করে।সেই পোস্টে সিলেট লিখেছে, ‘সিলেটকে নিয়ে নতুন মিশনে ক্যাপ্টেন মাশরাফি! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম
সফল অধিনায়ক মাশরাফি। সেই ধারা বজায় রেখেছেন বিপিএলেও। টি-২০ ক্রিকেটের জমজমাট এই আসরেও সফল অধিনায়কদের তালিকায় শীর্ষ নামটি তার। বিপিএলে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন ‘নড়াইল এক্সপ্রেস’
খ্যাত এই পেসার। খেলোয়াড় হিসেবে জিতেছেন আর একটি। ম্যাচ জয়ের দিকেও সফল মাশরাফি।’বিপিএলে শিরোপার জন্যই লড়বে সিলেট এমন হুঙ্কার দিয়ে তারা আরও লিখে, ‘এবার মাশরাফীকে দলে
ভিড়িয়েছে নতুন দল সিলেট স্ট্রাইকার্স। নতুন দল নিয়ে নব উদ্যমে শিরোপা মিশনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় অধিনায়ক। তবে কি বাজিমাত করবে সিলেট? অপেক্ষা কেবল সময়ের।’