টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে ভারতকে স্রেফ উড়িয়ে দিল ইংল্যান্ড। ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ২৪ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয়ে ভারতকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়ায় একাধিক রেকর্ড গড়েন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম ১০ উইকেটে
জিতল কোনো দল। এর আগে ৭ উইকেটে দুইবার জিতেছিল ইংলিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ১০ উইকেটের বড় ব্যবধানে হারল ভারত। গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে এ ব্যবধানে হেরেছিল তারা।
এদিন রান তাড়ায় অ্যাডিলেড ওভালে রেকর্ড গড়ে ইংল্যান্ড। এর আগে এত রান তাড়া করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জেতেনি কোনো দল। আগের রেকর্ড ছিল ইংল্যান্ডেরই, ২০১১ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৮ রানের লক্ষ্য পেরিয়েছিল তারা।
অ্যাডিলেড ওভালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো টসে জেতার পর ম্যাচও জিতল কোনো দল। এর আগে ১১ ম্যাচেই হেরেছিল টসে জেতা দল।
ভারতকে হারানোর ম্যাচে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটির মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন জস বাটলার ও অ্যালেক্স হেলস। এর আগে কুইন্টন ডি কক ও রাইলি রুশো ১৬৮ রানের জুটি গড়েছিলেন।
শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েন অ্যালেক্স হেলস ও জস বাটলার। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাইকেল লাম্বের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েছিলেন অ্যালেক্স হেলস।
ভারতের বিপক্ষে ৪৭ বলে চার বাউন্ডারি আর ৭টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন হেলস। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকার রেকর্ড গড়েন হেলস। এর আগে ৬টি করে ছক্কা মেরেছিলেন মাইক হাসি, ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।