কাতার বিশ্বকাপে এখনও মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও ওয়েলস। তবে এর আগেই ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি স্পেনের টেনেরিফ দ্বীপের এক রিসোর্টে মারামারি হয় এই দুই দেশের সমর্থকদের মধ্যে।
খবর : দ্য টেলিগ্রাফ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলছে ওয়েলস। তাই প্রতিবেশী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে একটু বেশিই উত্তেজিত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নাইট ক্লাবের বাইরে ঘটে এই মারামারির ঘটনা।
ভিডিওতে দেখা যায়, একদল যুবক একটি নাইটক্লাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝগড়া করছেন। উপস্থিত থাকা লোকজন সেটি ফোনে ভিডিও করছেন। আশপাশে ডজনখানেক মানুষ সেই ঘটনা নিজের ফোনে
ভিডিও করছেন। তারা একে অপরকে ঘুশি মেরে মাটিতে ফেলে দিচ্ছেন। মারামারিতে লিপ্ত অনেকের গায়ে ইংল্যান্ড ও ওয়েলসের ফুটবল টিমের টি-শার্ট দেখা যায়।
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy