সাকিব মাঠে নামলেই স্পর্শ করে ফেলেন মাইলফলক। বিশ্বকাপের সুপার টুয়েলভে টস করতে নেমে বনে গেছেন আসরের সর্বকালের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আরও একটি মাইলফলক স্পর্শ করলেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ৩৬তম ম্যাচ খেলতে নামলেন সাকিব। ফলে তিলকারত্মে দিলশান, ডোয়াইন ব্রাভো ও শহীদ আফ্রিদিকে ছাপিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬টি ম্যাচ খেলার কীর্তি এখন সাকিবের।
বিশ্বকাপে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে কেবল ভারতের অধিনায়ক রোহিত শর্মার। সাকিব মাঠে নামলেই স্পর্শ করে ফেলেন মাইলফলক। বিশ্বকাপের সুপার টুয়েলভে টস করতে নেমে বনে গেছেন আসরের সর্বকালের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ
খেলা ক্রিকেটার। ২০০৭ সাল থেকে চালু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি আসর খেলেছেন মোটে তিনজন ক্রিকেটার। বাংলাদেশের সাকিব, ভারতের রোহিত ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। সবাইকে ছাপিয়ে সর্বোচ্চ ৩৭টি ম্যাচ খেলেছেন রোহিত।
৩৬ ম্যাচ খেলা সাকিব আছেন দ্বিতীয় অবস্থানে। বিশ্বকাপে ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে দেশের হয়ে সর্বোচ্চ ৭৪২ রানের মালিক সাকিব। বিশ্বকাপে সাকিবের আছে তিনটি অর্ধশতকও। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস পাকিস্তানের
বিপক্ষে ৮৪। আর বল হাতে ৩৬ ম্যাচের ৩৪ ইনিংসে ৬.৭১ ইকোনোমিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৬টি উইকেট সাকিবের ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত কোয়াার্টার ফাইনালে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবকেই দেখতে চাইবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচের রেকর্ড –
১. রোহিত শর্মা (ভারত) – ৩৭
২. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৬
৩. তিলকারত্মে দিলশান (শ্রীলঙ্কা)- ৩৫
৪. ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৩৪
৫. শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৪