বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে না পারা নেইমার ম্যাচ শেষে দলকে অভিনন্দন জানান।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই কারো জালে বল জড়াতে পারেনি। এতে গোলহীন ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও
চাপ সৃষ্টি করে ব্রাজিলিয়ানরা। যার ফলস্বরূপ ৬২ মিনিটেই পায় প্রথম গোলের দেখা। দলের পক্ষে প্রথম গোলটি করেন রিচার্লিসন। ১০ মিনিট পর ৭৩ মিনিটের মাথায় আবারও সার্বিয়ার জালে বল জড়ান তিনি। তার জোড়া
গোলেই জয়র পথ সহজ করে দেয় ব্রাজিলের। এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লিখেন, কঠিন খেলা কিন্তু গুরুত্বপূর্ণ জয়।
অভিনন্দন দলকে, প্রথম পদক্ষেপ সম্পন্ন হয়েছে। ৬ এ যেতে হবে… আগামী সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।