মেসি তার ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলার জন্য কাতারে এসেছেন। আর এই কাতার বিশ্বকাপ ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াসের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। মেসি তার ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপে মোট ৯টি গোল করেছেন। এই ৯টি গোলের মধ্যে একটি
গোল তিনি করেছেন নকআউট পর্বে। সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের আসরে। আগের চার আসরে নকআউট পর্বে ছিলেন গোলহীন। ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থাটাও একই। তার ক্যারিয়ারে মোট ৫টি বিশ্বকাপ খেলেছে। এই ৫টি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো
রোনালদোর গোলের সংখ্যা ৮টি। কিন্তু রোনালদোর এই ৮টি গোলের মধ্যে সবগুলো গোলই ছিল গ্রুপ পর্বের ম্যাচে। নকআউট পর্বে কোন গোলই করতে পারেননি। তবে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র কিন্তু নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই নকআউট
পর্বে পেয়েছেন গোলের দেখা। ভিনিসিয়াস জুনিয়র গতরাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পেয়েছেন গোল। এটি ছিল এবারের বিশ্বকাপে তার মাত্র তৃতীয় ম্যাচ।